লিনাক্স শর্ট টিপস-১ ( সিডিরম শব্দ সমস্যা)


শুধু লিনাক্স কেন যে কোন কাজ করতে গেলেই আমরা প্রথমে ছোট খাটো কিছু সমস্যার সম্মুখিন হই। লিনাক্স বা উইন্ডোজের সমস্যা গুলো যেমন; সিডি রমে অতিরিক্ত শব্দ হওয়া, প্রোগ্রাম ক্রাশ করা, স্ক্রিন রেজুলেশন সমস্যা, স্টার্ত মেনু অদৃশ্য হয়ে যাওয়া, প্যানেল ডিলেট হয়ে যাওয়া ইত্যাদি। এসব ছোট খাটো বিষয় নিয়ে নাড়া চাড়া করে যেসমস্ত সমাধান পেয়েছি তা শর্ট আকারে আপনাদের কাছে তুলে ধরলাম।
তাহলে এবার কাজে আসা যাক...
আজ আপনাদের কাছে আলোচনা করব লিনাক্স সিডিরমে অতিরিক্ত শব্দ সমস্যা। উল্লেখিত সমস্যাটি বেশির ভাগ হয়ে থাকে ভিডিও সিডি চালানোর সময়। লিনাক্স সিডি রম থেকে সরসরি রিড করে ভিডিও চালাতে চেষ্টা করে। কিন্তু ভিডিও সাইজ বড় হওয়াতে প্রতি মহুর্তে রিড করার প্রয়োজন হয়। যার কারনে অতিরিক্ত শব্দ তৈরী হয়। কিন্তু এর সমাধান হচ্ছে লিনাক্সে সিডি অথবা ডিভিডি রেড করার স্পিড সেট করার নির্দেশ দেওয়া। এতে অতিরিক্ত শব্দ কমানো যায়। এজন্য নিছের কমান্ডটি দিনঃ-
sudo hdparm –E 2 /dev/cdrom
 এখানে /dev/cdrom এর জায়গায় আপনার সিডি বা ডিভিডির ডিভাইস লোকাশন দিন।
এবার লোকাশন জানার জন্য নিচের কমান্ডটিঃ-
sudo mount –l

 অতএব বলাযায় যে উপরে উল্লেখিত নির্দশনা অনুযায়ী চেষ্টা করলে আপনি সিডিরমের অতিরিক্ত শব্দ সমস্যা দূর করতে পারবেন।